‘ঘরের ভেতর বিভীষণ ঢুকে গেছে’

বাংলা ট্রিবিউন প্রভাষ আমিন প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ২০:২২

নুজহাত চৌধুরী, প্রিয়জনেরা ডাকেন শম্পা। গুণে অনন্যা নুজহাত শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর কন্যা। একাত্তরে পরাজয় নিশ্চিত জেনে পাক হানাদারদের পরিকল্পনায় তাদের এ দেশীয় দোসররা বাস্তবায়ন করেছিল এক ভয়ংকর হত্যাযজ্ঞ। বাংলাদেশের বিজয় ঠেকাতে না পেরে তারা জাতিকেই ঠেকিয়ে দিতে চেয়েছিল। তাই তো বেছে বেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের তুলে নিয়ে হত্যা করা হয়। আলীম চৌধুরী চোখের ডাক্তার ছিলেন। আলবদররা বাসা থেকে তুলে নিয়ে হত্যা করার আগে তার চোখ তুলে নিয়েছিল। পিতার অসমাপ্ত স্বপ্ন সমাপ্ত করতে নুজহাত চৌধুরীও ডাক্তার হয়েছেন, চোখেরই ডাক্তার। বাবার মতো তিনিও মানুষের চোখে আলো দেন। নুজহাত চৌধুরী একজন ব্যস্ত ডাক্তার। কিন্তু শুধু ডাক্তারিতেই সীমাবদ্ধ রাখেন না নিজেকে। ডাক্তার হিসেবে মানুষের চোখের মতো সমাজকর্মী হিসেবে সমাজের চোখে আলো দেওয়ার কাজটাও করছেন তিনি। যে বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন বাবা আলীম চৌধুরীসহ ৩০ লাখ শহীদ, সেই বাংলাদেশ গড়তে তার নিরলস চেষ্টা। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামে তিনি সামনের কাতারের সৈনিক। তিনি মাঠে স্লোগান দেন, মঞ্চে বক্তৃতা দেন, উপস্থাপনা করেন, লেখালেখি করেন, টকশো’তে কথা বলেন যুক্তি দিয়ে। সরাসরি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না হলেও আওয়ামী লীগের প্রতি তার পক্ষপাত, দুর্বলতা গোপন করেন না। কিন্তু আরও অনেকের মতো তিনি অন্ধ আওয়ামী লীগার নন। তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটির সত্যিকারের শুভাকাঙ্ক্ষী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us