শ্রীলঙ্কার বিপক্ষে আশা জাগিয়েও হেরে যাওয়ার পর ক্রিকেট ভক্ত ও বোদ্ধারা কাঠগড়ায় তুলেছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাসকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে এক দীর্ঘ স্ট্যাটাসে তাদের পক্ষ নিয়ে কোনো অজুহাত দেননি মাশরাফি বিন মর্তুজা। তাদের দায় দেখার পাশাপাশি তিনি অভিযোগের আঙুল তুলেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর দিকে। বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়কের প্রশ্ন, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে কোচ যদি অধিনায়ককে পরামর্শ না দিয়ে থাকেন, তাহলে তার দায়িত্বে থাকার প্রয়োজনীয়তা আছে কি?
গত রোববার শারজাহতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেটে বাংলাদেশের তোলা ১৭১ রান ৭ বল আগেই পেরিয়ে যায় লঙ্কানরা। অথচ এক পর্যায়ে ৭৯ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল তাদের। এরপর মাহমুদউল্লাহর করা বোলিং পরিবর্তন হয়েছে প্রশ্নবিদ্ধ। শ্রীলঙ্কাকে জেতাতে মাত্র ৪৯ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন চারিথ আসালাঙ্কা। ভানুকা রাজাপাকসে মাঠ ছাড়ার আগে ৩১ বলে ৫৩ করে যান। এই দুজনেরই ক্যাচ ছাড়েন লিটন।