থিতু হবেন নাকি ডিঙাবেন বাধার পাহাড়?

ঢাকা টাইমস সাজিদ রাজু প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১, ১৩:৫৮

অনেককেই বলতে শুনি, এবার একটা কিছু করে ‘স্যাটেল’ হতে চাই। মানে স্থির হতে চান তারা। কিছু একটা করে আসন গেড়ে বসতে চান, ভবিষ্যৎ নিশ্চিত করার মতো কিছু একটা করে এই স্থির হওয়ার প্রাণান্ত চেষ্টা মানুষের! অথচ ভবিষ্যৎ কখনোই স্থির থাকবে না!



প্রশ্ন হলো, মানুষ কি আসলেই থিতু হতে পারে কোন কিছুতে? আমাদের জীবনযাপনের পথে নানা চ্যালেঞ্জ ও বাধা বিপত্তি পেরিয়ে সত্যিই কি স্থির হবেন? নাকি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হয়ে উঠবেন অনন্য, উজ্জ্বল? নিশ্চল দীঘি হয়ে থাকবেন আবদ্ধ নাকি খরস্রোতা নদীর মতো ছুটে বেড়াবেন দেশ থেকে দেশে? বিপুল বেগে পাড়ি দেবেন মাঠ বন প্রান্তর নাকি ভবিষ্যতের আশায় টিম টিম করে জ্বলবেন, সিদ্ধান্ত আপনার। এজন্য ভবিষ্যৎ দেখতে পাওয়ার কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ কখনো স্থির থাকে না। ভবিষ্যৎ বহতা নদীর মতো। সময়ের পিঠে সওয়ার হয়ে দূরন্ত ঘোড়ার মতো ছুটে চলে ধুলা উড়িয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us