বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মহামারি আরও দীর্ঘায়িত হবে

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ১৯:৫৭

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে যেসব দরিদ্র দেশে কোভিডের বিস্তার ঠেকাতে টিকার প্রয়োজন সেসব দেশ টিকা না পাওয়ায় মহামারি ''আরও এক বছর ধরে চলবে।'' তারা বলছে এসব দেশ টিকা পেলে আরও আগেই এই মহামারির অবসান ঘটত।


হু-র একজন ঊর্ধ্বতন নেতা ড. ব্রুস এইলওয়ার্ড বলেছেন টিকার দুষ্প্রাপ্যতার কারণে কোভিড সঙ্কট "সহজেই ২০২২ সালেও আরও অনেক দিন ধরে চলতে পারে।"


আফ্রিকায় জনগোষ্ঠীর পাঁচ শতাংশেরও কম টিকা পেয়েছে, যেখানে বেশিরভাগ দেশে প্রায় ৪০ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়ে গেছে।


যেসব দেশে টিকার প্রয়োজন ব্রিটেন সেসব দেশে এক কোটির ওপর টিকা সরবরাহ করেছে।


ব্রিটেন মোট দশ কোটি ডোজ টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us