ফেনীতে হামলা লুটপাটের ঘটনায় আটক ২

মানবজমিন প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ০০:০০

ফেনীতে তিনটি মন্দির ও বেশ কয়েকটি দোকানপাটে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় র‌্যাবের অভিযানে আরও তিনজনকে আটক করা হয়েছে। রোববার রাতে আবদুস সালাম জুনায়েদ ও ফয়সাল আহমেদ আল আমিন নামে দু’জনকে আটক করে র‌্যাব।র?্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান বলেন, সাম্প্রতিক নাশকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দেয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে ফেনীর বড় মসজিদের সামনে ‘ধর্মীয় উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও নাশকতাকারীর মূল হোতা’ আহনাফ তৌসিফ মাহমুদ লাবিব (২২) নামে এক যুবককে শনিবার রাতে আটক করেছিল র‌্যাব। লাবিবকে জিঙ্গাসাবাদ শেষে তাকেও ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল এএসএম ইউছুফ জানান, আটক যুবক লাবিবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে ঘটনার সঙ্গে জড়িত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। তার সঙ্গে আরও যারা জড়িত তাদের নামও জানিয়েছে র‌্যাবকে। এদিকে জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনার সময়ে ধারণকৃত ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে বড় বাজারের ছাপা খানার মালিক আবদুল মান্নানসহ তিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বলেন, শনিবারের ঘটনায় পুলিশের দায়ের করা দুই মামলায় প্রায় ৪০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। রোববার রাত পর্যন্ত ওই মামলায় কাউকে গ্রেপ্তার না দেখালেও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার দিন ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি চিহ্নিত করার কাজ করেছে পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us