রাজনীতির ছদ্মবেশ

দেশ রূপান্তর সৌমিত্র দস্তিদার প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২১, ০৮:৫৪

ছোটবেলায় চমৎকার একটা বই পড়েছিলাম। হাইনস লাইপম্যানের, বাংলা অনুবাদ। যত দূর মনে পড়ছে নাম ছিল, অগ্নিগর্ভ। চমৎকার বলছি বটে আসলে পড়তে পড়তে শরীরটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছিল তা ভাবলে এত বছর বাদেও ভয় লাগে।


জার্মানিতে তখন ফ্যাসিস্টরা ক্ষমতায় আসছে। একটু একটু করে অন্ধকার গভীর হচ্ছে। কিন্তু ওপর-ওপর কিচ্ছু বোঝার উপায় নেই। আপাতদৃষ্টিতে সব ঠিক আছে। সব স্বাভাবিক। সিনেমা হলে দীর্ঘ লাইন, পার্কের ভেতর বাচ্চা নিয়ে মা। ছড়িয়ে-ছিটিয়ে বসে থাকা প্রেমিক-প্রেমিকা ইত্যাদি। এই বর্ণনা নতুন করে পড়তে গিয়ে চমকে উঠলাম। কি আশ্চর্য! আজকের ভারতের সঙ্গে কি অদ্ভুত মিল সেদিনের জার্মানির। ওপর-ওপর সব ঠিক আছে। প্রধানমন্ত্রী ঘটা করে অহিংসার পূজারি বলে জন্মদিনে গান্ধীর গলায় মালা দিচ্ছেন, অর্থনীতি নিয়ে গালভরা বক্তৃতা দিচ্ছেন। বিজেপি নেতারা সবাইকে শান্তির ভার্চুয়াল পাঠ দিচ্ছেন। এদিকে একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে দেশজুড়ে। উত্তর প্রদেশের লখিমপুর খেড়িতে জনৈক মন্ত্রীপুত্র গাড়িচাপা দিয়ে বেশ কয়েকজন কৃষককে মেরে ফেলেছেন। এটা যেমন একটা ঘটনা, তেমনি আসামের দরং জেলায় তথাকথিত উন্নয়নের নামে সম্পূর্ণ নিরস্ত্র, নিরীহ কৃষকদের ওপরও নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে রাষ্ট্রীয় শান্তিরক্ষকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us