টাকা নিয়ে আসামি ছাড়ার অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার

ঢাকা টাইমস প্রকাশিত: ০২ অক্টোবর ২০২১, ১৫:৪৬

টাকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার তাদের দুইজনকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। অভিযুক্ত দুইজন হলেন- উপজেলার হাসাদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রকি মণ্ডল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাহাজুল ইসলাম।


স্থানীয়রা জানায়, হাসাদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক রকি মণ্ডল ও সহকারী উপ-পরিদর্শক সাহাজুল ইসলাম গত বুধবার রাতে মাদক সেবনের অভিযোগে হাসাদহ গ্রামের শরিফুল ইসলাম, সজল, শফি এবং রানা নামে চার যুবককে আটক করেন। পরে তাদের হাসাদহ পুলিশ ফাঁড়িতে নিয়ে পরিবারে খবর দেওয়া হয়। পরবর্তীতে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে রাত আনুমানিক ১১টার দিকে ওই চার যুবককে ছেড়ে দেয় পুলিশের ওই দুই কর্মকর্তা। বিষয়টি একপর্যায়ে ওই এলাকার লোকজনের মধ্যে জানাজানি হলে বৃহস্পতিবার রাতে ওই ২০ হাজার টাকা ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে ফেরত দেয় তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us