চট্টগ্রাম মহানগরীর 'মৃত্যুকূপ'

সমকাল ড. মুহাম্মদ ইদ্রিস আলী প্রকাশিত: ০১ অক্টোবর ২০২১, ০৯:০২

জলাবদ্ধতা ও জলমগ্নতার মহানগরী এখন অরক্ষিত নালা-নর্দমার মৃত্যুকূপে পরিণত হয়েছে। এযাবৎকালের সব উন্নয়ন, আশ্বাস ও বিশ্বাসের এক এক করে মৃত্যু হচ্ছে। আশা, আশ্বাস, বিশ্বাস কোনোকিছুরই আর মূল্য থাকছে না। আমরা মানবীয় মূল্যবোধগুলো ব্যবসার উপাদানে পরিণত করছি। মানুষের প্রয়োজনীয় বসবাসের উপকরণগুলোকে, চলাচলের নাগরিক বা মৌলিক ব্যবস্থাগুলোকে ব্যবসায়ে পরিণত করছি। পাহাড়ধস বা জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রচলিত সংকটগুলো নিয়ে চট্টগ্রামের মানুষ বিব্রত, বিভ্রান্ত, বিপদ ও আপদগ্রস্ত। প্রতিবছর বর্ষার আগে-পরে পাহাড় ধসে মৃত্যুর আহাজারি, জলাবদ্ধতার বিপর্যয়, সম্পদের হানি, স্থাবর-অস্থাবর সম্পদের জলবিপন্নতা নগরবাসীকে বিপদগ্রস্ত করে তোলে। মানুষ আতঙ্কগ্রস্ত থাকে। প্রশাসকদের আশ্বাসে বিশ্বাস করে মানুষ বুক বাঁধে। হতাশ হয়। একবার নয়, বারবার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us