আখাউড়ায় যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

মানবজমিন প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল হয়েছে। গতকাল দুপুরে উপজেলা সদরের তারাগণ মোড়ে পদবঞ্চিতরা এ মিছিল করে। পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহকারী আব্দুর রহমান ভূঁইয়া সানি ও তার বড় ভাই কবির আহমেদ ভূঁইয়ার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধরা। বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ শেষে তারাগণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা ও পৌর যুবদল নেতা জাহাঙ্গীর আলম রানা, মামুন আহম্মেদ, মোবাশ্বের আহসান, আস্‌ সাদিক ভূঁইয়া গালিব, এ এস এ ফোরকান প্রমুখ। এতে লিখিত বক্তব্যে বলা হয়, জেলা যুবদল গত ১২ই জুন আখাউড়া উপজেলা ও পৌর যুবদলের কমিটি স্বাক্ষর করে। রহস্যজনক কারণে ৩ মাস পর গত ১২ই সেপ্টেম্বর কমিটিগুলো ফেসবুকে প্রকাশ করা হয়। এসব কমিটি প্রকাশের পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিলে এবং ক্ষুব্ধ নেতাকর্মীরা এর বিরুদ্ধে সোচ্চার হলে কেন্দ্রীয় টিম তাদেরকে ডেকে ঢাকায় নিয়ে স্বাক্ষাৎকার গ্রহণ করেন। ওই সময় সমন্বয় করে কমিটি করার ব্যাপারে আশ্বাস দেয়া হয়। কিন্তু পরবর্তীতে তাদের বাদ দিয়েই কমিটিগুলো ঘোষণা করা হয়। বক্তারা অভিযোগ করেন, সানি ও তার ভাই কবির আহমেদের কথায় মনগড়া এসব কমিটি করা হয়। দলের আন্দোলন-সংগ্রামে যাদের কোনো ভূমিকা নেই, তাদেরকেই কমিটিতে পদ দেয়া হয়েছে। ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেয়া হয়নি। অবৈধভাবে গঠিত এ কমিটি নেতাকর্মীরা মেনে নেবে না। দ্রুত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠনের দাবি জানানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us