জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফায়ার সার্ভিসের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু

মানবজমিন প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোর্স বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে চালু হয়েছে। গত সোমবার মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান। এ সময় ভিসি ফায়ার সার্ভিসের অগ্নিসেনাদের অগ্নিনির্বাপণের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ও মহড়া পরিদর্শন করেন। ভিসি বলেন, ‘ফায়ার সার্ভিসের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোর্স চালুর মধ্যদিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নতুন ধারা সৃষ্টি করতে যাচ্ছে। কর্মমুখী শিক্ষা নতুন দিগন্তে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এটি শুধু ফায়ার সার্ভিসের সদর দপ্তরেই সীমাবদ্ধ থাকবে না, বরং ফায়ার সার্ভিসের আধুনিক, দক্ষ ও প্রশিক্ষিত জনবল সৃষ্টির লক্ষ্যে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশব্যাপী এই কোর্সের সম্প্রসারণ নিশ্চিত করতে আগ্রহী। ভিসি ড. মশিউর রহমান আরও বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ফায়ার সার্ভিসসহ দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কাজ করে একটি বিশেষ অনুপ্রেরণা নিয়ে। এ সময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এস. এম. জুলফিকার রহমান প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us