‘স্নেহ উপহার এনে দিতে চাই/ কী যে দেব তা–ই ভাবনা।’ এখন উপহার দেওয়া–নেওয়ার মৌসুম, তাই ভাবনার অন্ত নেই। কী দেব, কী দিলে তা হবে যথাযথ, এই সব নানা ভাবনায় কপালে ভাঁজ পড়াটা স্বাভাবিক। বড়দিনকে ঘিরে সারা বিশ্বেই এখন কেনাকাটার মৌসুম। বিভিন্ন প্রতিষ্ঠান রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসে আছে। আর মানুষেরা হুমড়ি খেয়ে পড়ছে বিপণিবিতানগুলোয়। অনলাইনে দেওয়া হচ্ছে হাজারটা অর্ডার। কথা হচ্ছে বড়দিনকে ঘিরে এই উপহার দেওয়া–নেওয়ার সংস্কৃতিটা ঠিক কবে, কীভাবে গড়ে উঠল? এর উত্তর খুঁজতে হলে পেছন ফিরে তাকাতে হবে।