বিলীন হওয়ার পথে ৩ গ্রাম

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৫০

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর ভাঙনে বিলীন হতে চলেছে ভেটারপাড়া, কাঁচদহ (মাঝিরপাড়া) ও সিরাজ ফকিরপাড়া গ্রাম। তিন গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর অব্যাহত ভাঙনে প্রাথমিক বিদ্যালয়, ঈদগাহ মাঠ, খেলার মাঠসহ তিন কিলোমিটার এলাকা নদীগর্ভে চলে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছেন পাঁচ হাজার গ্রামবাসী।


গ্রামবাসী জানান, ২০ বছরে ভেটারপাড় গ্রামটি দেড় কিলোমিটার, মাঝিপাড়া গ্রামের এক কিলোমিটার এবং সিরাজ ফকিরপাড়া গ্রামের আধা কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তিন গ্রামের দুই শতাধিক পরিবার বাপ-দাদার ভিটামাটি ছেড়ে অন্যত্র চলে গেছেন। ১৫ বছর আগে রংপুরের বদরগঞ্জ থানায় করতোয়ার একটি শাখা ঘিল্লাই নাম ধারণ করে ভেটারপাড়া ও মাঝিপাড়া গ্রাম থেকে দেড় কিলোমিটার দূর দিয়ে প্রবাহিত হতো। তার পৌনে এক কিলোমিটার দূর দিয়ে প্রবাহিত হতো করতোয়া নদী। করতোয়া নদী বড় ও খরস্রোতা হওয়ায় ধীরে ধীরে গতিপথ পরিবর্তন করে ভেটারপাড়া ও মাঝিপাড়া গ্রামের কাছে এসে ঘিল্লাই নদীর সঙ্গে মিশে যায়। এরপর সেখান থেকে ভাঙনের শুরু। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us