কৃষ্ণপুর গণহত্যা

সমকাল আবির হাসান সুজন প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৫

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একসাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৯ মাসে এ দেশের যত মানুষ আত্মবিসর্জন দিয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। ২৫ মার্চের রাতে অপারেশন সার্চলাইটের মাধ্যমে পাকিস্তানি বাহিনী গণহত্যার সূচনা করে। পরবর্তী সময়ে তারা গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ে। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পর দেশব্যাপী সংগঠিত মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর ওপর হামলা শুরু করে। এর প্রতিশোধ নিতে পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের ওপর এবং গ্রামের পর গ্রাম, শহরের পর শহরে হামলা চালায়। তারা বিভিন্ন জনপদে আগুন ধরিয়ে দেয়, হত্যা করে নিরপরাধ মানুষকে, ধর্ষণ করে নারী, লুণ্ঠন করে সম্পদ। পাকিস্তানি বাহিনী কর্তৃক এই গণহত্যা ইতিহাসের অন্যতম জঘন্যতম হত্যাকাণ্ড। মুক্তিযুদ্ধের সময়ে সারাদেশে চালানো হত্যাকাণ্ডের অন্যতম ক্ষেত্র হবিগঞ্জ জেলার লাখাইয়ের কৃষ্ণপুর। ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর পাকিস্তানি সৈন্যরা রাজাকার বাহিনীর সহযোগিতায় ১২৭ জন ব্যক্তিকে ব্রাশফায়ারে হত্যা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us