আইনে নেই অথচ চলছে দিব্যি

যুগান্তর অ্যাডভোকেট জেড আই খান পান্না প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৯

১৭৫৭ সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলার পরাজয়ের পর বেঙ্গল শাসন করা শুরু করে ব্রিটিশরা। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ হয়। সেই সিপাহী বিদ্রোহ ভারতবর্ষব্যাপী বিস্তৃত হয়ে পড়ে। তখনো ব্রিটিশ শাসকদের রাজধানী ছিল কলকাতায়।


সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেয় বাঙালিরা। এ সিপাহী বিদ্রোহ দমন করতে ব্রিটিশ শাসকগোষ্ঠীকে বেশ বেগ পেতে হয়। কারণ এ বিদ্রোহের রেশ টানতে ব্রিটিশদের ১৮৫৮ থেকে শুরু করে ১৮৬০ সাল পর্যন্ত সময় ব্যয় করতে হয়েছিল। এ সময় তারা দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে পাঠায়। রেঙ্গুনে পাঠিয়ে তারা চিন্তা করল যে সেখানে তাদের শাসনকাজ পরিচালনার জন্য একটি বাহিনী দরকার।


সেই বাহিনীর জন্য তারা পিআরবি (পুলিশ রেগুলেশন অব বেঙ্গল) নামে একটি বাহিনী গঠন করল। এর পরপরই এলো পেনাল কোড। পেনাল কোড এবং পিআরপি একসঙ্গে চলতে লাগল। এগুলো পরিচালনার জন্য ১৮৯৮-এর দিকে এলো সিআরপি নামে আরও একটি বিধান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us