সিলেটে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের মানববন্ধন

মানবজমিন প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

সম্পদের হিসাব দাখিলের বিধান কার্যকরের দাবিতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম গতকাল বুধবার বিকালে সিলেটের কোর্ট পয়েন্টে মানববন্ধন করেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব ও মন্ত্রী-এমপিদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিল ও গণমাধ্যমে প্রকাশ বিষয়ে সরকারের উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ও  গ্যাস-বিদ্যুৎ ও পানির বিল বৃদ্ধির চক্রান্ত প্রতিহত করার দাবিতে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী। মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন বলেন, ২২ বছর ধরে উচ্চ পর্যায়ে দুর্নীতি দমনের লক্ষ্যে সিলেটের পুণ্যভূমি হতে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন থেকে আমরা যাদেরকে জাতীয় চোর হিসেবে চিহ্নিত করেছিলাম তাদের ১/১১ সরকার গ্রেপ্তার করেছিল। এটাই আমাদের সফলতা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব দাখিল বিধান কার্যকর করার লক্ষ্যে সরকার যে মহতী উদ্যোগ নিয়েছে, অবিলম্বে দেশবাসী এর বাস্তবায়ন দেখতে চাই। পাশাপাশি মন্ত্রী-এমপিদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিল ও গণমাধ্যমে প্রকাশ করার দাবি জানান। মানববন্ধনে অন্য বক্তারা বলেন, করোনাকালের এই দুঃসময়ে দেশের এক নম্বর দুশমন দুর্নীতিবাজদের ব্যাপারে কোনো নমনীয় বা আপস দেশবাসী মানবে না। কেন্দ্রীয় সদস্য মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক আব্দুল করিম পাখী মিয়া, সিনিয়র সাংবাদিক কমলযোদ্ধা লিয়াকত আলী খান, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, দুর্নীতি প্রতিরোধ মঞ্চের মহাসচিব আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক এম.এ লাহিন, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়াল্লী ফলিক, কয়েছ আহমদ সাগর, রফিকুল ইসলাম শিতাব, আমিন তাহমিদ, জোহরা জেসমিন এডভোকেট, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মো. ইমাদ উদ্দিন নাসিরী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক ইমাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রিখন তালুকদার লিখন, নিয়াজ কুদ্দুছ খান, সদস্য সচিব মাহবুব ইকবাল মুন্না, যুবনেতা সৈয়দ নূর আহমদ জুনেদ, অপু দাশ, ডা. মো. টুনু মিয়া আনছার, খালেদ আহমদ, আমিনুল ইসলাম রিপন, সাংবাদিক এনামুল হক ও আমির হোসেন, জেলা যুবলীগ নেতা ফয়সল খান, যাত্রী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায়, তাজিম উদ্দিন, সবুজ বাংলা সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি জাবেদুল ইসলাম দিদার প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us