খুলনায় মাছের ঘেরে বিষ, ৫ লাখ টাকার ক্ষতি

মানবজমিন প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

খুলনায় একটি মাছের ঘেরে বিষ  ঢেলে পাঁচ লাখ টাকার মাছ মেরে  ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে হরিণটানা থানা এলাকার নির্মাণাধীন নতুন জেলখানার পেছনে এ ঘটনাটি ঘটে। ওইদিন রাতে বীর মুক্তিযোদ্ধা সাত্তার আমিনের ৩ একর আয়তনের ঘেরে বিষ প্রয়োগ করা হয় বলে জানান ভুক্তভোগী ঘের মালিক মো. ইয়াসিন। তিনি নগরীর রায়েরমহল এলাকার আবু বক্করের  ছেলে। ইয়াসিন বলেন, নতুন জেলখানার পিছনে বীর মুক্তিযোদ্ধা সাত্তার আমিনের ৩ একরের মতো জমি লিজ নিয়ে কয়েক বছর ধরে মাছ চাষ করছি। একটি প্রভাবশালী মহল রাতে ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করে নিয়ে গেছে। ঘেরে গলদা চিংড়ি, রুই, কাতলা, গ্লাসকাপ, চীনা পুঁটিসহ বিভিন্ন মাছ ছিল। তিনি আরও বলেন, প্রতিরাতে আমি ঘেরে পাহারায় থাকি। কিন্তু গতরাতে বৃষ্টি ও বৈরী আবহাওয়া থাকায় ঘেরে আসিনি। এ সুযোগ কাজে লাগিয়ে বিষ প্রয়োগ করে মাছ চুরি করেছে দুর্বৃত্তরা। সকালে ঘেরে এসে দেখি গলদা চিংড়িসহ বিভিন্ন ধরনের মাছ মরে ভেসে উঠেছে। ঘেরের পাড়ে বস্তা ও চোরদের পায়ের ছাপ রয়েছে। এ ব্যাপারে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ভুক্তভোগী আমাকে বিষয়টি ফোনে জানিয়েছেন। তাকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ  দেয়া হয়েছে। অভিযোগ করলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us