‘কী মজার স্কুল’

কালের কণ্ঠ মোফাজ্জল করিম প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:১৭

‘এই দিন দিন নয় আরও দিন আছে/এই দিনেরে নিবে তোমরা সেই দিনেরও কাছে’। সুপ্রিয় কুদ্দুস বয়াতির এই দারুণ সুন্দর গানটি কদিন ধরেই গুনগুন করছি। আমি বিশ্বাস করি, করোনাক্লিষ্ট এই দিন দিন নয় আরো দিন আছে। তবে যারা এই বিষাদময় দিনকে ভবিষ্যতের সূর্যকরোজ্জ্বল দিনে নিয়ে যাবে, গানের সেই ‘তোমরা’ গত প্রায় দেড়টি বছর যাবৎ নেতিয়ে পড়া গোলাপকলির মতো চুপসে ছিল। মাননীয় শিক্ষামন্ত্রীর ঘোষণা—১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলবে—অনেকটা সেই ম্রিয়মান চুপসে পড়া গোলাপকলির ওপর বারিসিঞ্চনের মতো। ‘আবার জমবে মেলা, বটতলা-হাটতলা’। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে, পাজী ভাইরাসটা যেন আনন্দোচ্ছল কোমলমতি শিশু-কিশোরকে খোদা-না-খাস্তা বাগে পেয়ে আবার না আক্রমণ করে বসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us