অতিমারীকালে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

ঢাকা টাইমস প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৬

ধীরে ধীরে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খোলার উদ্যোগ নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকেই তৎপর ছিলেন দুটো বিষয়ে: ‘জীবন ও জীবিকা’ এবং ‘জীবন ও শিক্ষা’। যেহেতু সংক্রমণের হার কমে আসছে সেজন্যে ১২ সেপ্টেম্বর, ২০২১ থেকে এইচএসসি, এসএসসি ও পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হবে। পাশাপাশি ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাসসমূহ সপ্তাহে একদিন করে হবে বলে জানা যায়। অন্যদিকে প্রাক-প্রাথমিকে সশরীরে ক্লাস বন্ধ থাকছে, যা সঠিক সিদ্ধান্ত। এদিকে মেডিকেল কলেজসমূহে ১৩ সেপ্টেম্বর থেকে ফিজিক্যাল ক্লাস শুরু হবে। আসলে শিক্ষা হচ্ছে মানুষের জাতীয় জীবনে বেঁচে থাকার জন্য অন্যতম মৌলিক অধিকার। তবে জীবনে বেঁচে থাকলে শিক্ষা গ্রহণের সুযোগ পাওয়া যায়। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার প্রসারের জন্য কাজ করছেন। তবে এদেশের বরেণ্য শিক্ষাবিদরা উপযাজক হয়ে অতিমারীর সময়ে কি ধরনের পরিকল্পনা নিয়ে এগুলে দেশের শিক্ষা বিস্তার সম্ভব হবে সে সম্পর্কে একটি রূপরেখা দিতে পারতেন। শিক্ষার মান এবং দীর্ঘদিন পর আবার পড়াশোনায় ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনা অত্যন্ত যুক্তিযুক্ত কাজ। কেননা সরকার প্রথম থেকেই টিভি ও অনলাইনে শিক্ষা চালু রাখতে সচেষ্ট ছিলেন। তবে সবাই যে আগ্রহ সহকারে অনলাইনে শিক্ষা গ্রহণে উৎসাহী ছিলেন তা কিন্তু নয়। শিক্ষা বিস্তারের জন্য গত বারো বছরে সরকার অনেক কিছু করেছেন। তবে সমস্যা হলো অতিমারীর সমস্যাটি বিশ্বজনীন এবং এর জন্যে আমরা কেউ প্রস্তুত ছিলাম না। শিক্ষার সাথে সংশ্লিষ্ট রয়েছে যেমন গুণগতমানসম্পন্ন শিক্ষা তেমনি অতিমারীকালীন সময়ে যুক্ত হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলা। যারা শিক্ষা গ্রহণের জন্য প্রতিষ্ঠানে আসবে তারা যেন মাস্ক পরে এবং বিদ্যালয়গুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে জন্য অবশ্যই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষকবৃন্দ, সহযোগী কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে কাজ করতে হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us