কক্সবাজারে আমলা, রাজনীতিবিদ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের নিয়ে তৈরি একটি সিন্ডিকেট সুপরিকল্পিতভাবে তিনটি উন্নয়ন প্রকল্প থেকে প্রায় ৭৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
দুটি প্রকল্পের ক্ষেত্রে সাশ্রয়ী বিকল্প থাকা স্বত্তেও বেশি দাম দিয়ে জমি কেনা হয়েছে, ফলে সরকারের অতিরিক্ত ৪৮ কোটি টাকা ব্যয় হয়েছে। আরেকটি প্রকল্পে ভূমি অধিযাচনের (রিকুইজিশন) অজুহাতে আরও ৩০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।