প্রণোদনায়ও অনিয়মের ফাঁদ

সমকাল হাফিজ উদ্দিন খান প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৩

করোনা-দুর্যোগে নানা খাতে অভিঘাতের ধাক্কা সামলে ওঠা কতটা কঠিন হবে, বিদ্যমান পরিস্থিতির মধ্যেই এর উত্তর নিহিত। জীবনের ক্ষয় তো এখনও চলছে। একই সঙ্গে অর্থনৈতিক ক্ষয়ের ধারা থেকে বের হওয়া সম্ভব হয়নি। উৎপাদনশীল খাতে করোনার আঘাতে শুধু উৎপাদনেই বিঘ্ন ঘটেনি; এর প্রতিফলন হিসেবে বিপর্যস্ত হয়েছে মানুষের জীবিকা। আমাদের কর্মসংস্থানের বড় ক্ষেত্র বেসরকারি খাতে। কিন্তু বেসরকারি খাত করোনার ধাক্কা সামলে তো উঠতেই পারেনি, উপরন্তু নানামুখী প্রতিকূলতায় পড়েছে। কর্মসংস্থানের বড় ক্ষেত্রটির বিবর্ণতা মুছতেই শুধু নয়, সামগ্রিকভাবে অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার প্রণোদনা ঘোষণা করেছিল। আমাদের অর্থনৈতিক সামর্থ্যের নিরিখে এর পরিমাণ কম নয়। এই কলামেই লিখেছিলাম, সরকার ঘোষিত অর্থনৈতিক প্রণোদনার সুফল প্রকৃত ভুক্তভোগীরা কতটা পাবেন- এ ব্যাপারে সন্দেহমুক্ত থাকা কঠিন। বাস্তবে এর প্রতিফলন দেখা গেল ২৯ আগস্ট সমকালসহ অন্যান্য সংবাদমাধ্যমে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us