কোনও ব্যক্তির মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হলে বা কারো অস্বাভাবিক মৃত্যু হলে মূলত মৃত্যুর সঠিক কারণ জানার জন্যই পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা হয়। এছাড়াও যেকোনও মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ, মৃত্যুর ধরন, অজ্ঞাত পরিচয়ের মৃতদেহের বিস্তারিত তথ্যের জন্য পোস্টমর্টেম করা হয়ে থাকে।
আগে শুধু ঢাকা মেডিক্যাল কলেজ ও মিটফোর্ডে ময়নাতদন্ত হতো। চাপ বেড়ে যাওয়ায় , ২০১৮ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগ নতুন করে এই কাজে সম্পৃক্ত হয়। এখন তিনটিতে এসব পরীক্ষার অনুমতি রয়েছে। কিন্তু এরপরও ময়নাতদন্ত মানেই যেন ঢাকা মেডিক্যাল কলেজে ও হাসপাতাল। এতে এক হাসপাতালের ওপর চাপ পড়ায় তদন্ত প্রতিবেদন তৈরিতে বিলম্ব হচ্ছে।