আধুনিক সভ্যতার কথা বলে আমরা আমাদের খাদ্যব্যবস্থার নানা ক্ষতি করেছি। এর মধ্যে নানা রাসায়নিকের প্রভাবে আমাদের সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়, তা হলো কিডনিজনিত। ফলে কিডনির সমস্যা ধরা পড়লে শঙ্কিত হওয়ারই কথা। কিডনি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনির রোগ মানেই অনিশ্চিত চিকিৎসা, এই সমস্যা হলেই ডায়ালাইসিস দরকার হতে পারে। আবার কিডনি ট্রান্সপ্লান্টও করতে হতে পারে। এ পর্যন্ত যাতে যেতে না হয়, তার জন্য কিডনি ঠিকঠাক রাখতে নিয়মিত আকুপ্রেশার অনেক কাজে দেয়। যাদের প্রাথমিক লক্ষণ আছে, তারাও নিয়মিত আকুপ্রেশার করলে সেই সমস্যার সমাধান হয়ে যায়।