সমাজ ও রাষ্ট্রের যৌথ প্রয়াস জরুরি

সমকাল জিয়া রহমান প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১, ০৭:৩৬

গত কয়েক বছর ধরেই আমরা বাংলাদেশে বেশ কিছু অদ্ভুত ধরনের অপরাধকর্ম দেখতে পাচ্ছি। সাধারণত, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, নারী-পুরুষের সম্পর্ক ও মাদক প্রবণতা থেকে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব অপরাধ সংঘটিত হচ্ছে। এর মধ্যে কিছু অপরাধ আছে, যা আমরা আগে কখনও দেখিনি। সনাতনি সমাজব্যবস্থা থেকে আধুনিক সমাজের দিকে উত্তরণের ক্রান্তিকালীন দ্বন্দ্ব থেকেই মূলত এসব অপরাধ সংঘটিত হচ্ছে।


আমরা সনাতনি সমাজব্যবস্থা থেকে আধুনিক সমাজে উত্তরণ করলেও এখনও সেই সমাজব্যবস্থার অনেক প্রথা ও মূল্যবোধ লালন করছি। এর পাশাপাশি হঠাৎ আমাদের দেশে আধুনিকতার উপজাত হিসেবে আগত বেশকিছু মূল্যবোধ বা প্রথা দ্বারাও তাড়িত হচ্ছি। ব্যাপক অর্থে আমাদের সমাজ একটি জটিল সময় পার করছে। কেননা, এ সময়ে ঔপনিবেশিক, সামন্তবাদী ও সনাতনি সমাজব্যবস্থার উপাদানের সঙ্গে সঙ্গে আধুনিক ও উত্তর আধুনিক সমাজব্যবস্থার বিভিন্ন উপাদানের সংমিশ্রণ ঘটেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us