১৯৪৮ সাল। তখন আমি কলেজে পড়ি। জিন্নাহ ঘোষণা দিলেন রাষ্ট্র ভাষা হবে উর্দু। এ ঘোষণা শোনার পর আমার মধ্যে তখন চরম উত্তেজনা কাজ করছিল। এরই ধারাবাহিকতায় ঢাকায় মাতৃভাষা রক্ষার আন্দোলনে যোগ দিই। রাজনীতির প্রতি তীব্র আকর্ষণের কারণে পরবর্তী সময়ে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি। ১৯৪৮ সালের পর ১৯৫২ সালের ভাষা আন্দোলনেও যুক্ত ছিলাম সক্রিয়ভাবে।
১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়। তখন শেখ মুজিবের এক ঝলক বক্তব্য শুনে আমি তার মতাদর্শের রাজনৈতিক সৈনিক হয়ে পড়ি। এমনকি ওই নির্বাচনী প্রচারণায় আমি সরাসরি কাজ করেছি। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব পান। ওই সময়ে আমি যুবক ছিলাম। দুরন্তপনায় যখন তখন পূর্ব পাকিস্তান ছাড়াও ভারত ও পশ্চিম পাকিস্তানের বিভিন্ন প্রদেশে ঘুরতে যেতাম। একবার পশ্চিম পাকিস্তানের লাহোরে ঘুরতে গিয়ে সেখানে সামনাসামনি শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা হয়ে যায়।