ফেসবুক ও মূল্যবোধ প্রশ্ন

ইত্তেফাক সালমা আহমেদ প্রকাশিত: ২২ আগস্ট ২০২১, ০৬:২৭

ছোটবেলায় আমি ডায়ারি লিখতাম। আজও লিখি। নানান ধরনের কথা আছে সেই ডায়ারিতে। লিখি নিজের কথা। লিখি নিজের অনুভূতির কথা। থাকে পরিবার এবং সমাজ নিয়ে নানান ভাবনার কথা। আরো কতশত গল্প থাকে সেই ডায়ারিতে! যেই কথাগুলো একান্তই আমার গল্প। এটাও এক ধরনের যোগাযোগ। যোগাযোগ বিদ্যায় যার নাম ‘অন্তঃব্যক্তিক যোগাযোগ’। সহজ কথায় নিজের সঙ্গে যোগাযোগ। এই গল্পগুলো গণমাধ্যমের জন্য নয়। ছোটবেলায় যখন ডায়ারি লিখতাম সেই কথা কাউকে জানাতে চাইতাম না। কারণ ডায়ারি মানেই তো ব্যক্তিগত। ব্যক্তিগত মনের ভাবনা সবার জন্য উন্মুক্ত করার নাম স্বাধীনতা নয়। ছোটবেলায় স্বাধীনতাবোধের এই শিক্ষার হাতেখড়ি পরিবার থেকে। সেই লেখা কখনো একা বসে পড়ি আর মৃদু হাসি। বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা সুভাষ দত্তকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর কাজ করার সময় তিনি আমাকে বলেছিলেন, ‘নিজের সঙ্গে কথা বলতে পারাটাই সবচেয়ে কঠিন কাজ। এই কঠিন কাজটি রপ্ত করতে পারলেই তুমি সৃজনশীল মানুষ হতে পারবে। একই সঙ্গে নেতিবাচকতা দূর করতে পারবে। মনে রেখো, সব কথা সবার জন্য উন্মুক্ত করতে নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us