খাবারের বেলায় প্রিয়নবী খুবই সতর্ক ছিলেন। তিনি যেসব খাবার গ্রহণ করেছেন বা খেতে পছন্দ করতেন তা সবচেয়ে বেশি পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাস্থ্যসম্মত। বর্তমানে বিজ্ঞানের অগ্রযাত্রার যুগে আমরা জানতে পেরেছি সেসব খাবারের গুণ ও আমাদের শরীরের জন্য সেগুলোর প্রয়োজনীয়তা সম্পর্কে। মুহাম্মদ (সা.) এর সমস্ত অভ্যাস, আচরণ আমাদের জন্য অনুসরণীয়। তার জীবনযাপনের ধরন খেয়াল করলে দেখা যাবে, সবকিছুই ছিল স্বাস্থ্যকর। আমাদের প্রিয়নবী রাসূলুল্লাহ (সা.) সব সময় স্বাস্থ্য সম্মত খাবার পছন্দ করতেন।