রক্তভেজা ১৫ই আগস্ট

কালের কণ্ঠ মিতি সানজানা প্রকাশিত: ১৫ আগস্ট ২০২১, ১১:২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। একজন অবিসংবাদী নেতা। দেশের নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার আদায় ও স্বাধীনতা অর্জনে তিনি তাঁর জীবনের প্রায় ১৪টি বছর কাটিয়েছেন কারাগারের অন্ধকার সেলে। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠীর কোনো দমন-পীড়ন তাঁকে দমাতে পারেনি এতটুকুও। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট, বাংলাদেশের ইতিহাসে এক করুণ অধ্যায় রচিত হয়। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এই দিনে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মধ্যেই ছিল তাঁর শ্রেষ্ঠত্বের পরিচয়। বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য তাঁর জীবন উৎসর্গ করে গেছেন। মাত্র ৫৪ বছরের জীবনের এক-চতুর্থাংশ অন্ধকার কারা প্রকোষ্ঠে কাটলেও এতটুকু বিচলিত হননি এই মহান নেতা। বঙ্গবন্ধুর এই মহান আত্মত্যাগে বাঙালি জাতি অর্জন করে স্বাধীনতা। অথচ পথভ্রষ্ট কিছু বাঙালির হাতেই ইতিহাসের জঘন্যতম ও নৃশংস এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us