ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা

বার্তা২৪ প্রকাশিত: ১৫ আগস্ট ২০২১, ০৭:৪৬

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানমালা ঘিরে ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সেইসঙ্গে রয়েছে বিশেষ টহল ও চেকপোস্ট। অনুষ্ঠানস্থল ঘিরে থাকছে পুলিশ-র‌্যাব-গোয়েন্দাদের সমন্বিত নিরাপত্তাবলয়। সেইসঙ্গে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যসহ অন্যদের যাতায়াত নির্বিঘ্ন করতে চারপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।


নিরাপত্তার স্বার্থে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা সবাইকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পর আর্চওয়ের ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। পাশাপাশি তল্লাশি, ব্লক রেইড, চেকপোস্ট, ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কাজ চলবে। ধানমণ্ডি ৩২ নম্বর ও বনানী কবরস্থানকেন্দ্রিক অনুষ্ঠানস্থল এবং আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us