অবৈধ ভিওআইপি ব্যবসা ফেঁদে অশুভ চক্রের সদস্যরা বছরে সরকারের সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব গিলে খাচ্ছে। অবৈধ ব্যবসায় তারা আঙুল ফুলে কলা গাছে পরিণত হচ্ছে। অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে দুর্নীতির শক্ত ঘাঁটি বলে পরিচিত টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার অসৎ কর্মচারী-কর্মকর্তাদের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে অর্জিত শত শত কোটি টাকা হুন্ডি, ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে চলে যাচ্ছে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে।