শেখ কামাল তোমাকে আমরা সবসময় খুঁজছি

জাগো নিউজ ২৪ সুভাষ সিংহ রায় প্রকাশিত: ০৪ আগস্ট ২০২১, ১৮:১৭

বঙ্গবন্ধুর জেষ্ঠ্যপুত্র শেখ কামাল। কবি সুকান্ত মাত্র ২১ বছর বেঁচে ছিলেন। শেলী , কীটস্ , বায়রন বেশি দিন বাঁচেননি ; শেখ কামালের ছিল মাত্র ২৬ বছরের জীবন। এই অল্প বয়সে জীবনে কত কি না করেছেন ! মুক্তিযুদ্ধে তাঁর বিশাল অবদান ছিল। ক্রীড়াক্ষেত্রে তাঁর ভূমিকা, সঙ্গীতাঙ্গনে তাঁর অবদান, নাট্যাঙ্গনে অনবদ্য ভূমিকার কথা নতুন প্রজন্মের জানা প্রয়োজন। কেননা বর্তমান প্রজন্ম শেখ কামালকে কতটুকুই তাঁকে জানে বা জানার সুযোগ হয়েছে । কথাসাহিত্যিক আনিসুল হক তাঁর উপন্যাসে বিষয়টা এমনভাবে তুলে এনেছেন। ‘ ছেলে হলে কী নাম রাখবেন? জেলে বসে আমি এই কথাটা অনেক ভেবেছি। তুর্কি বীর কামাল পাশার নামে নাম রাখব। তুমি কী বলো? ছেলে হলে নাম রাখব ‘শেখ কামাল ’ । রেণু বললেন সুন্দর নাম । ’ বঙ্গবন্ধুর প্রিয় লেখকদের মধ্যে একজন ছিলেন যুক্তিবাদি ব্রিটিশ দার্শনিক ও গণিতবিদ বার্টান্ড রাসেল। বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির জন্য জেল-জুলুম, আন্দোলন-সংগ্রামের মধ্যেও বাড়িতে অবসর পেলেই বঙ্গবন্ধু বই নিয়ে বসতেন। তার সংগ্রহেও অনেক বই ছিল। তিনি বই পড়ার সময় সহধর্মীনী ফজিলাতুন নেছা মুজিবকেও (রেনু) শোনাতেন। ফজিলাতুন নেছা মুজিব তিন বছর বয়সেই বাবা-মাকে হারান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us