সিলেটে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগ

মানবজমিন প্রকাশিত: ০৩ আগস্ট ২০২১, ০০:০০

মো. দেলওয়ার হোসেন ডেভিড একজন শিক্ষা মনিটর কর্মকর্তা। সরকারি কর্মকর্তা হওয়ায় প্রভাব খাটিয়ে আপন চাচাতো ভাইদের ভূমি দখল, মিথ্যে মামলা দিয়ে হয়রানি এবং হামলা করে আসছেন। এমন অভিযোগ করেছেন তারই আপন চাচাতো ভাই সিলেট নগরীর শেখঘাটস্থ শুভেচ্ছা আবাসিক এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে শওকত আলী বেলাল। গতকাল সিলেটে সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আমার আপন চাচাতো ভাই মো. দেলওয়ার হোসেন ডেভিড একজন শিক্ষা মনিটর কর্মকর্তা। শিক্ষা অফিসে চাকরি করায় তিনি সবসময় আমাদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছেন। তিনি বলেন-  দেলওয়ার হোসেন ডেভিড আমাদের পঞ্চাশ লাখ টাকা মূল্যের মৌরসী মালিকানাধীন ভূমি নিজ দখলে রেখে টিনের বেড়া দিয়ে ভেতর দিকে পাকা বাউন্ডারি ও ভবন নির্মাণের প্রস্তুতি নেন। আমরা এর প্রতিবাদ করলে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হয়রানি করে আসছেন। দেলওয়ার হোসেন ডেভিড ও তার ভাই ফজলু মিয়াসহ তাদের পরিবারের অন্যরা আমাদের প্রাণে মারার হুমকি দেন। ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে ডেভিড মিথ্যার আশ্রয় নিয়ে ২০১৯ সালের ২৭শে নভেম্বর আমাদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেন। পরবর্তীতে আমিও সাধারণ ডায়েরি করি। দেলওয়ার হোসেন ডেভিডের দায়েরকৃত জিডি এন্ট্রির তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন শেষে দেলওয়ার হোসেন ডেভিডকে দেওয়াল নির্মাণ কাজে বাধা নিষেধ প্রদান করেন এবং সিলেট সিটি করপারেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলীসহ ১২ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত কমিটিকে বিষয়টি সমাধানের জন্য দায়িত্ব প্রদান করেন বলেও জানান বেলাল। তিনি বলেন, কিন্তু ডেভিড মুরব্বিদের মানেননি। স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কমিটি এ বিরোধ নিষ্পত্তির বিষয়ে ২০১৯ সালের ২৭শে নভেম্বর উভয়পক্ষকে বিচারে উপস্থিত থাকার জন্য বললে আমি ও আমার পরিবারের লোকজন বিচারে সম্মতি প্রকাশ করি। কিন্তু দেলওয়ার হোসেন ডেভিড তার ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় বিচার অমান্য করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us