বঙ্গবন্ধুর নির্দেশনা নিরন্তর প্রাসঙ্গিক

সমকাল ইফতেখার উদ্দিন চৌধুরী প্রকাশিত: ০১ আগস্ট ২০২১, ১০:৫০

জনশ্রুতিমতে, করোনা অতিমারির এই দুঃসময়েও সীমাহীন সংক্রমণ আতঙ্ক ও বিপুল সংখ্যক প্রাণ সংহারের দৃশ্য হিংস্র রক্তপ্রবাহে বেড়ে ওঠা দানবরূপী মানুষদের দৃষ্টিভঙ্গিকে নূ্যনতম নাড়া দিতে পেরেছে বলে মনে করার কোনো কারণ নেই। করোনায় দরিদ্র-নিম্নবিত্ত-নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবন-জীবিকাকে চরম দুর্ভোগ ও কঠিন সংকটের সম্মুখীন করেছে। করোনা প্রতিরোধে প্রয়োজনীয় পরিষেবা, টিকা ও অক্সিজেন সরবরাহ এবং আনুষঙ্গিক বিষয় বিশ্নেষণে এটি প্রতীয়মান হয় যে, মানবিকতা-মনুষ্যত্বের যথার্থ উজ্জীবন সমাজকে এখনও পরিশুদ্ধ করতে পারেনি। মজুদদার, মুনাফাখোর, ঘুষখোর সিন্ডিকেটেড দুর্বৃত্তায়নের বেড়াজাল থেকে জনগণকে মুক্ত করার সব সরকারি-বেসরকারি উদ্যোগ পরিপূর্ণ সাফল্যের দৃষ্টান্ত স্থাপনে অনেকটাই ব্যর্থ। অর্থ, ক্ষমতা, আধিপত্য, ঘুষ-দুর্নীতি, কদাচার-পাপাচার, প্রতারণা ও জালিয়াতির নানামুখী কুকর্মে ব্যক্তিস্বার্থ সিদ্ধির কূটকৌশল অবলম্বন ও অধিকতর সমাজবিধ্বংসী বেপরোয়া মনোভাব সর্বত্রই দৃশ্যমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us