মোবারকের খুব ইচ্ছা একটা সিনেমা বানাবে। সিনেমা তৈরির জন্য অনেক কিছু দরকার। সবার আগে দরকার ভালো একটা গল্প; এরপর টাকা-পয়সা। এসব বিষয় মোবারক যে জানে না, তা নয়। তারপরও দেখা হলেই সে তাগাদা দেয়-
: দুলাভাই, কী করলেন?
: কুন বিষয়ে?
: বিষয় তো একটাই- সিনেমা।
গতানুগতিক প্রশ্নের উত্তরও গতানুগতিক হয়। ইতঃপূর্বে অনেকবার উচ্চারিত কথার পুনরাবৃত্তি করে বলি-