করোনার কারণে বিশ্বজুড়ে সমুদ্রপথে পণ্য পরিবহনে সংকট চলছে। আমরাও এর ভুক্তভোগী। শুরুতে রপ্তানি পণ্য নিয়ে সমস্যায় পড়েছি। রপ্তানি পণ্যের জট এখনও কমেনি। এরই মধ্যে বন্দরে আমদানি পণ্যবোঝাই কনটেইনার জমতে শুরু করেছে। কারণ লকডাউনে খাদ্যপণ্য, ওষুধ ছাড়া সব শিল্পকারখানা বন্ধ। কারখানা বন্ধ থাকায় আমদানিকারকরা কনটেইনার খালাস করতে পারছে না। অর্থনীতির চাকা সচল রাখতে লজিস্টিকস সেবা ঠিক রাখতে হবে। লজিস্টিকস ঠিক রাখতে বন্দর এবং বন্দরের সঙ্গে সম্পর্কিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে তোলা দরকার।