চলতি ২০২১-২২ অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা হবে আজ বৃহস্পতিবার। আগের বছরের মতো এবারও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে মুদ্রানীতির ঘোষণাপত্র আপলোড করা হবে বলে জানা গেছে। করোনার কারণে কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না বাংলাদেশ ব্যাংক। এমনকি ভার্চুয়াল কোনো আয়োজনও থাকছে না।
জানা গেছে, বেসরকারি বিনিয়োগ উত্সাহিতে নতুন অর্থবছরের জন্য সম্প্রসারণমুখী মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দেশের অর্থনীতিবিদরা মনে করেন, করোনাকালীন অর্থনীতিকে চাঙ্গা করতে সম্প্রসারণমুখী মুদ্রানীতি দিতে হবে, যাতে টাকার অভাবে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আটকে না থাকে। যাতে ব্যক্তি বিনিয়োগ বাড়ে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।