জীবনের চেয়ে পদক মূল্যবান হতে পারে না: আ স ম রব

সমকাল প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ২১:২২

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জীবন সুরক্ষার প্রশ্নে যখন রাষ্ট্রীয় সকল অনুষ্ঠান বাতিল করা হচ্ছে, সারাদেশে কঠোর লকডাউন পালিত হচ্ছে তখন 'জাতীয় পাবলিক সার্ভিস দিবস' বা পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা কোনোক্রমেই রাষ্ট্রের জন্য অতিজরুরি কাজ হতে পারে না। পদক কখনো জীবনের চেয়ে মূল্যবান হতে পারে না।


বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। জনগণের প্রাণ বাঁচানোর বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে বিবৃতিতে আ স ম রব বলেন, 'যখন স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে নাগরিকদের গ্রেপ্তার ও জেল জরিমানা করা হচ্ছে তখন পদক প্রদানের জন্য শারীরিক উপস্থিতি ও সমাবেশ আয়োজন সরকারের করোনা নিয়ন্ত্রণের সকল কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে। করোনার ভয়াবহ বিস্তার এবং কঠোর লকডাউনের মধ্যে এই ধরনের অনুষ্ঠান শুধু মৃত্যুঝুঁকি নয়, সরকারের ঘোষিত লকডাউন পরিস্থিতির সাথেও সাংঘর্ষিক। এর মাধ্যমে জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us