আইনের গতিপথে পিসোর প্রেতাত্মা

দেশ রূপান্তর মঈদুল ইসলাম প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ১৬:১৬

‘আইন তার আপন গতিতে চলবে’, প্রায়ই উচ্চারিত হয় আমাদের দেশে, আইনের শাসন আর ন্যায়-বিচারের প্রসঙ্গে। দারুণ মনপসন্দ বচন! শিকারিও বলে, শিকারও ভুলে! আদতে কি নিজের কোনো গতি আছে আইনের! নাকি গতি করে কেউ পেছন থেকে! কথাটা ওঠে কেন বারবার! কথাটা এসেছে Let Justice be done, though the heavens fall ইংরেজি আপ্তবচন থেকে। ‘স্বর্গ (অথবা, আকাশ) ভেঙে পড়ে পড়ুক, তবু ন্যায়-বিচারটা করতে দাও।’ শুনতে বেশ লাগে, মোহিত হওয়ার মতনই বটে! (কিন্তু প্রশ্ন, কার স্বর্গ, কার মাথায় আকাশ ভেঙে আইনি বিচার সারবেন জনাব!) বাঙালির মুখে উঠে সেটা আরও মদির হয়েছে ‘আইনের আপন গতি’ বলে। আইন বিনে ন্যায়-বিচার তো জানে না বাঙালি মোটে! দম দেওয়া থাকে নাকি আইনে! (“চমৎকার! ধরা যাক দু-একটা ইঁদুর এবার!”) তা এই দম দেওয়া গতির কোথায় শুরু, কোথায় গিয়ে শেষ!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us