‘ধর তক্তা মার পেরেক’ -প্রবাদটির কথা মনে আছে নিশ্চয়ই? অস্ট্রেলিয়া দলের আসন্ন বাংলাদেশ সফরের বাস্তব চিত্র এটি। ২৯ জুলাই বাংলাদেশে এসে ১০ দিনের সফর শেষে তড়িঘড়ি করে দেশে ফিরে যাবে অজিরা। এর মধ্যে ৩ দিনের কোয়ারেন্টাইন। বাকি এক সপ্তাহে ৫টি ম্যাচ খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। তড়িঘড়ি করে ঘরের মাঠে এই সিরিজের দল নিয়ে বেশ বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়ার দেওয়া শর্ত অনুযায়ী সিরিজ শুরুর আগে অন্তত ১০ দিন কোয়ারেন্টাইন করতে হবে সিরিজের সঙ্গে সম্পৃক্ত সকল সদস্যকে। সে হিসেবে ইতোমধ্যে কোয়েরেন্টাইনে ঢুকে পড়েছেন ম্যাচ অফিশিয়াল, গ্রাউন্ডসম্যান, হোটেল স্টাফসহ সম্প্রচারের দায়িত্বে নিয়োজিত সদস্যরা। এ মুহূর্তে বাংলাদেশ দল আছে জিম্বাবুয়েতে। সেখানে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকায় সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের কোয়ারেন্টাইন করতে হবে ৩ দিন।