জনপ্রশাসন পদক পাচ্ছে প্যারিস দূতাবাস

মানবজমিন প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ০০:০০

বঙ্গবন্ধুর জীবনাদর্শের বৈশ্বিক প্রচার এবং কূটনৈতিক তৎপরতায় দলগত অবদানের জন্য প্যারিসের বাংলাদেশ দূতাবাস চলতি বছরে জনপ্রশাসন পদক পেতে যাচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো বিদেশ মিশন তাদের উদ্ভাবনী কাজের এমন স্বীকৃতি পাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন। মানবজমিনের সঙ্গে আলাপে গতকাল তিনি বলেন, ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন দূতাবাসের পক্ষে ওই সম্মাননা-পদক গ্রহণ করবেন। তিনি এরইমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। জনপ্রশাসন দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আজ বিজয়ীদের হাতে ওই পদক তুলে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে দু’দফা তারিখ পরিবর্তনের পরও ২০২০ সালের জনপ্রশাসন পদক বিতরণ সম্ভব হয়নি। পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সে বছর পদক বিতরণ অনুষ্ঠান স্থগিত করতে হয়েছিল। ফলে আজকের আয়োজনে ২০২০ ও ’২১ সেশনের জন্য চূড়ান্ত মনোনয়ন পাওয়া ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের একজন সিনিয়র মন্ত্রী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন যৌথভাবে (সশরীরে উপস্থিত থেকে) পদক তুলে দেবেন। ২০২০ সালের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ এবং ’২১ সালে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান (একক, দলগত এবং প্রাতিষ্ঠানিক অবদানের জন্য) ওই পদক পাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- ইউনেস্কোতে বঙ্গবন্ধুর জীবনাদর্শের আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে অভিযোজিত প্রশাসনিক ও কূটনৈতিক তৎপরতার জন্য প্যারিসের বাংলাদেশ দূতাবাস ওই পদক পাচ্ছে। দূতাবাসের অর্জিত সুফল একটি স্বাধীন সংস্থা কর্তৃক অডিট বা যাচাই হয়েছে জানিয়ে সেগুনবাগিচা জানায়, বঙ্গবন্ধুর জীবনাদর্শের আন্তর্জাতিকীকরণে দূতাবাস দু’টি উদ্যোগ গ্রহণ করে। যার মধ্যে ছিল- জাতির পিতার নামে ‘সৃজনশীল অর্থনীতিতে ইউনেস্কো-বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনে ইউনেস্কোকে সম্পৃক্তকরণ। দু’টি উদ্যোগই ইউনেস্কো কর্তৃক নিয়োগকৃত বিশেষজ্ঞ এবং প্রতিষ্ঠানটির নির্বাহী ও সাধারণ পরিষদের একাধিক পর্যায়ে যাচাই করা হয়েছে। উদ্যোগ দু’টি ইউনেস্কো প্রতিনিধিত্বকারী তালিকাসমূহে অন্তর্ভুক্তির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করেছে। এটাকে বাংলাদেশের অসামান্য অর্জন বলে মনে করছে সেগুনবাগিচা। উল্লেখ্য, এরআগে বিশ্ব ঐতিহ্য তালিকায় বাংলাদেশের ৩টি নিদর্শন, বিশ্ব অপরিমেয় ঐতিহ্য তালিকায় ৪টি ঐতিহ্য এবং মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ বিশ্ব স্বীকৃতি পেয়েছে। স্মরণ করা যায়, জনপ্রশাসনের মেধা, মননশীলতা, সৃজনশীল কর্ম ও উদ্ভাবনী প্রয়াসকে উৎসাহিত করার মাধ্যমে কর্মস্পৃহা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জনপ্রশাসন পদক দেয়া হচ্ছে ২০১৬ সাল থেকে। ওই বছরে (প্রথম) ২৬ ব্যক্তি এবং চার প্রতিষ্ঠান, দ্বিতীয় বছরে ৩৯ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান, তৃতীয় বছর (২০১৮ সালে) ৩৯ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান এবং সবশেষে ২০১৯ সালে ৪৫ ব্যক্তি এবং দু’টি প্রতিষ্ঠান তাদের কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ওই পদক পেয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

Ron DeSantis ends election campaign, backs Trump

২ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us