মাইক্রোচালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হিলিতে বিক্ষোভ ও মানববন্ধন

মানবজমিন প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ০০:০০

দিনাজপুরের হিলিতে রোহিঙ্গা বলে সম্বোধন করার অপরাধে মাইক্রোবাস চালক ইলিয়াস হোসেনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও তার হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মাইক্রোচালক ও এলাকাবাসী।গতকাল সকাল সাড়ে ১১টার দিকে বাংলাহিলি মাইক্রোচালক সমিতি ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে হিলি স্থলবন্দরের প্রধান সড়ক চারমাথা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হিলির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন প্লেকার্ড নিয়ে নারী- পুরুষসহ বিপুলসংখ্যক স্থানীয় সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে ইলিয়াস হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।উল্লেখ্য, গত বৃহস্পতিবার হিলির বৈগ্রাম এলাকায় একটি দোকানের সামনে আকতারুজ্জামান নামে এক ব্যক্তি দাঁড়িয়ে ছিল, ঠাট্টা বা ইয়ারকির ছলে আকতারুজ্জামানকে রোহিঙ্গা বলে সম্বোধন করায় সে ক্ষিপ্ত হয়, পরে সেসহ তার স্বজনরা হিলির মাইক্রো স্ট্যান্ডে এসে ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে মারধর করে ফেলে রেখে যায়, পরে স্থানীয়রা ইলিয়াসকে উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায়, আর্থিক অবস্থা ভালো না হওয়াই তাকে পুনরায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে গত শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us