ভোলাহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

মানবজমিন প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ০০:০০

ভোলাহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে হত্যার শিকার শাহিন সুলতানা ঝর্ণার (৪০) স্বামী মো. মতিউর রহমান সেন্টু আমিন (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা কাশ্মিরপাড়া গ্রামে গৃহবধূ শাহীন সুলতানা ঝর্ণার বিয়ে হয় মৃত আইয়ুব আলী মাস্টারের ছেলে মো. মতিউর রহমান সেন্টু আমিনের সঙ্গে। সংসার জীবনে তাদের এক ছেলে ও দু’মেয়ে রয়েছে। ছেলে-মেয়ে সবাই বিবাহিত। তাদের সংসার জীবনে অশান্তি ছিল বলে হত্যা মামলার বাদী গৃহবধূর ছোট মেয়ে মোসা. বেনুরুজির আক্তার মিতু জানান। উল্লেখ্য, ঈদের দিন দুপুরের দিকে প্রধানমন্ত্রীর দেয়া মায়ের সরকারি বাড়িতে গৃহবধূর লাশ স্থানীয়রা দেখতে পেলে বিষয়টি জানাজানি হয়। পুলিশ জানায়, ৭২ ঘণ্টা পূর্বে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, গৃহবধূ শাহীন সুলতানা ঝর্ণা হত্যা মামলায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অধিকতর তথ্যের জন্য বিজ্ঞ আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। মামলার তদন্ত প্রক্রিয়া অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us