জীবন ঘনিষ্ঠ কাজ আমাকে বেশি টানে: চঞ্চল চৌধুরী

ডেইলি স্টার প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ১৪:৫৪

টেলিভিশন নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দুই মাধ্যমেই সফল তিনি। মনপুরা, মনের মানুষ, আয়নাবাজি, দেবীসহ বেশ কয়েকটি সিনেমা করে প্রশংসিত হয়েছেন। তবে, টেলিভিশন নাটকই বেশি করেন। চঞ্চল চৌধুরী অভিনীত তিনটি সাত পর্বের ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বাংলা ভিশনে। ঈদুল আযহার দিন থেকে নাটকগুলো প্রচার শুরু হয়েছে। ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রচার হবে নাটক তিনটি।


ঈদের কাজ, ওয়েব সিরিজ, সিনেমা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন চঞ্চল চৌধুরী। একই চ্যানেলে তিনটি নাটক প্রচার হচ্ছে, একই পরিচিত মুখ দর্শকরা বার বার দেখছেন, আপনার কি মনে হয়- এতে দর্শকরা বিরক্ত হচ্ছেন?


চঞ্চল: আমি যখন নাটকগুলোতে অভিনয় করি, তখন তো জানতাম না একই টিভি চ্যানেলে প্রচার হবে। একটির কথা জানতাম বাংলা ভিশনে প্রচার হবে। পরে দেখা গেল একই চ্যানেলে প্রচার শুরু হয়েছে। একজন অভিনেতা হিসেবে আমি মনে করি, এতে দর্শকরা বিরক্ত হবেন না। কেননা- নাটক তিনটি তো ভিন্ন ভিন্ন সময়ে প্রচার হচ্ছে। এ ছাড়া, গল্প আলাদা। আমার চরিত্র আলাদা। আমার অভিনয়ের ঢং আলাদা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us