খাবারের দোকানে মরা মুরগি সরবরাহ করতেন তিনি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ২১:৪৯

ভোলার চরফ্যাশনে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৬৫টি মরা মুরগীসহ মো. ইয়াছিন (৩৫) নামে এক ব্যবসায়ী আটক করা হয়েছে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আকটকৃত ওই ব্যবসায়ী চরফ্যাশন ৯ নম্বর ওয়ার্ডের মো. তাজুল ইসলামের ছেলে ও পৌর কসাই পট্টির মুরগি ব্যবসায়ী। শনিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চরফ্যাশন পৌর কসাই পট্টি বাজারে এ ঘটনা ঘটে।


চরফ্যাশন পৌর মেয়র মো. গোলাম মোরর্শেদ কিরণ জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ পৌর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও পৌর স্বাস্থ্য সহকারী ইকবাল হোসেনসহ আমরা কসাই পট্টি ইয়াছিনের মুরগির দোকানে অভিযান পরিচালনা করি। এ সময় বিভিন্ন খাবার দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৬৫ পিস মরা মুরগিসহ ইয়াছিনকে আটক করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us