সাতক্ষীরা মেডিকেলে উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল

প্রথম আলো প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ১৬:৫৬

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এ হাসপাতালে আরও চারজন মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে জেলায় এ পর্যন্ত ৫০২ জন মারা গেছেন। আর করোনায় জেলায় এ পর্যন্ত ৮২ জন মারা গেছেন। আজ শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।



করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, চলতি মাসে করোনার উপসর্গ নিয়ে ১৫২ ও করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুন মাসে করোনার উপসর্গ নিয়ে ১২২ ও করোনায় ২৮ জনের মৃত্যু হয়। এখন করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও  উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে।
বিজ্ঞাপন

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, শুক্রবার সকাল আটটা থেকে শনিবার রাত আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫০২।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us