বিদেশে পড়তে যাওয়া সব শিক্ষার্থী টিকা পাবেন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ১৪:৪৯

প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পড়তে যায়। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে গত বছর থেকে এই ছন্দে বাধা পড়েছে। প্রথমদিকে লকডাউনের সময়ে ভিসা প্রসেসিং করছিল না বিভিন্ন দূতাবাস। পরবর্তী সময়ে টিকা দেওয়া শুরু হওয়ার পর টিকা ছাড়া বিদেশ ভ্রমণ অনেকক্ষেত্রে ছিলো অনিশ্চিত। এ প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেয় বিদেশগামী শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করার। এরপর ঈদের ছুটির আগ পর্যন্ত ১৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছে।


এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘বিদেশগামী শিক্ষার্থীরা যাতে ঠিকমতো তাদের পড়াশোনার সেশন ধরতে পারে সেজন্য কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রথমদিকে কিছু বিধিনিষেধ থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিধিনিষেধগুলো দূর করার চেষ্টা করা হচ্ছে। ভিসা প্রক্রিয়া থেকে টিকা দেওয়া পর্যন্ত সব বিধিনিষেধ এখন মোটামুটি ঠিক করা হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us