নজরবন্দি রাহুল গান্ধী, প্রশান্ত কিশোর, ২ কেন্দ্রীয় মন্ত্রী সহ একাধিক হেভিওয়েট

এইসময় (ভারত) প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ১৯:৩৯

এই সময় ডিজিটাল ডেস্ক:Pegasus ইস্যুতে এবার সামনে এল আরও বিস্ফোরক তথ্য। দ্য ওয়ার-এর দাবি অনুসারে ইরানিয়ান স্পাইওয়ারের মাধ্যমে নজরদারি চালানোর তালিকায় রয়েছে কংগ্রেসের প্রাক্তন অধ্যক্ষ Rahul Gandhi, ভোট কৌসুলি প্রশান্ত কিশোর সহ নতুন তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণর নামও। সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী শুধু বিরোধী নেতা নয়, নির্বাচন কমিশনের আধিকারিক থেকে নিজের দলের মন্ত্রিসভার সদস্যদেরও ফোন নাম্বার আছে নজরদারির তালিকায়।


The Wire-এর রিপোর্টে দাবি করা হয়েছে Pegasus স্পাইওয়ারের মাধ্যমে নজরদারি চালানো ৩০০ ভেরিফায়েড নাম্বারের মধ্যে রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দুটি নাম্বার। এছাড়া ইরানিয়ায় সংস্থার স্পাইওয়ারের মাধ্যমে বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ও প্রহ্লাদ প্যাটেলের উপরও নজরদারি চালানো হয়। প্যাটেলের ক্ষেত্রে শুধু তাঁর নিজস্ব ফোনই নয়, তাঁর স্ত্রী, সচিব এবং ঘনিষ্ঠ ১৫ জন ব্যক্তি সহ তাঁর রাঁধুনি ও পরিচারকের ফোনেও আড়ি পাতা হয়েছিল। তবে উল্লেখ্য অশ্বিনী বৈষ্ণর উপর যেসময় নজরদারির প্রশ্ন উঠছে তখন তিনি মন্ত্রী তো দূরের কথা বিজেপিতেই ছিলেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us