৫০০ টাকার ট্রেড লাইসেন্সে ৩ হাজার টাকা উৎসে কর

মানবজমিন প্রকাশিত: ১৮ জুলাই ২০২১, ০০:০০

ট্রেড লাইসেন্স বাবদ রাজস্ব আদায় কার্যক্রম গতিশীল করতে জাতীয় রাজস্ব বোর্ডের অনুকূলে সিটি করপোরেশন কর্তৃক কর আদায়ে বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। করপোরেশন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়নে নির্ধারিত ফি ৫০০ টাকা হলেও এর সঙ্গে উৎসে কর হিসেবে এনবিআরের অনুকূলে তিন হাজার টাকা আদায় করতে হয়। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা লাইসেন্স নবায়নে আগ্রহ হারাচ্ছেন। মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে দুই সিটি করপোরেশন। জাতীয় রাজস্ব বোর্ড ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে সিটি করপোরেশনের মাধ্যমে কর আদায়ের বিষয়টিকে অযৌক্তিক দাবি করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র- এ নিয়ে চলতি বছরের ২০শে জুন অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছেন দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে দেয়া চিঠিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব আদায়ের একটি অন্যতম বড় উৎস হচ্ছে বিদ্যমান ব্যবসা, বৃত্তি, পেশা বা শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে ট্রেড লাইসেন্স প্রদান ও এর নবায়ন করা। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর অধীনে প্রণীত আদর্শ কর তফসিল ২০১৬ এর ১০ (৪) ধারা মোতাবেক করপোরেশন তার অধিক্ষেত্রে এ ট্রেড লাইসেন্স প্রদান করে থাকে। চলতি বছরের ২৩শে মে পর্যন্ত ডিএসসিসি’র রেকর্ডভুক্ত ট্রেড লাইসেন্স সংখ্যা প্রায় ২ লাখ ৩৩ হাজার। সমপ্রসারিত ১৮টি ওয়ার্ডের প্রতিষ্ঠানগুলো লাইসেন্সের আওতায় আসায় এ সংখ্যা বাড়ছে। বিদ্যমান ট্রেড লাইসেন্সসমূহের মধ্যে একটা উল্লেখ সংখ্যক ট্রেড লাইসেন্স ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানসমূহের অনুকূলে প্রদান করা হচ্ছে। এ সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের অধিকাংশ মালিকের আয় সীমিত।চিঠিতে আরও বলা হয়, আগে অর্থ আইন ২০০৭ দ্ধারা আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫২ (ক) সংশোধন করে সিটি করপোরেশনকে ট্রেড লাইসেন্স নবায়ন করার সময় প্রতিটি ট্রেড লাইসেন্স বাবদ আরও ৫০০ টাকা উৎসে কর বাবদ এনবিআরের অনূকূলে আদায় করা হতো। অর্থ আইন ২০১৯ এর ২৭ ধারায় সেই উৎসে কর বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে। সেই সঙ্গে নিয়মানুসারে নবায়ন ফিতে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। ফলে ৫০০ টাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারলেও অতিরিক্ত ৩০০০ টাকা ব্যবসায়ীদের জন্য কষ্টকর। এতে তারা বিদ্যমান ট্রেড লাইসেন্স নবায়ন করতে আগ্রহী হচ্ছেন না। এতে সিটি করপোরেশনের নিয়মিত ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আদায় হচ্ছে না কাঙ্ক্ষিত রাজস্ব। তিন হাজার টাকার উৎসে কর বাতিল হলে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স বাবদ রাজস্ব আদায় বাড়বে।মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যে আইন দ্বারা পরিচালিত হয় সেটি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এ জাতীয় রাজস্ব বোর্ড তথা অন্য কোনো সংস্থার রাজস্ব আদায়ে সিটি করপোরেশনকে বাধ্যবাধকতা প্রদান করা হয়নি। এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পৃথকভাবে তার প্রাপ্য ব্যবসায়ীগণের কাছ থেকে নিজস্ব ব্যবস্থাপনায় আদায় করা যেতে পারে। চিঠিটি ২৯শে জুন অর্থমন্ত্রীর দপ্তরে পৌঁচ্ছে। তবে ১৭ই জুলাই পর্যন্ত সেই চিঠির কোনো উত্তর পায়নি ডিএসসিসি। বিষয়টি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (উপ-সচিব) আরিফুল হক বলেন, সিটি করপোরেশনের রাজস্ব বাড়াতেই মেয়র ওই চিঠি অর্থমন্ত্রীকে দিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে অর্থ মন্ত্রণালয় থেকে এখনো কোনো চিঠি আমরা পাইনি। এদিকে দক্ষিণ সিটি করপোরেশনের এমন চিঠির পর ঢাকা উত্তর সিটি করপোরেশনও নড়েচড়ে বসেছে। বিষয়টি নিয়ে নতুন করে ভাবছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ মনে করছে উৎসে কর বেশি হওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নবায়নে আগ্রহী হচ্ছে না। ফলে প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে ডিএনসিসি। কোরবানি ঈদের পর এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা মানবজমিনকে বলেন, উৎসে করের কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নবায়ন করতে চাচ্ছে না। এ বিষয়টি আমরা অনুধাবন করেছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে। আমরা তা সংগ্রহ করেছি। এবং এই চিঠির সঙ্গে পুরোপুরি একমত। বিষয়টি নিয়ে ডিএনসিসিতে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কেন আমাদের জনবল দিয়ে এনবিআরের কাজ করে দেবো? এনবিআর তো সিটি করপোরেশনকে কোনো অর্থ দিচ্ছে না। তাহলে তাদের চাপিয়ে দেয়া কাজের কারণে আমরা রাজস্ব হারাচ্ছি। বিষয়টি নিয়ে দ্রুতই অর্থ মন্ত্রণালয়কে জানানো হবে। এদিকে দুই সিটি করপোরেশনের ব্যবসায়ী নেতারা বলেছেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা ৫০০ টাকা দিয়ে লাইসেন্স করতে আগ্রহী। তবে উৎসে কর ৩০০০ টাকার কারণে বহু ট্রেড লাইসেন্সধারী তা নবায়ন কিংবা ট্রেড লাইসেন্স নিতে চাচ্ছেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

১০ তলা ভবন নিলামে ৬০ হাজার টাকায় বিক্রি

সমকাল | মোহাম্মদপুর, ঢাকা
১ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us