একাদশ সংসদ নির্বাচনের পর, ২০১৯ সালের ৩ জানুয়ারি চীনের সরকারি মুখপাত্র হিসেবে বিবেচিত ‘গ্লোবাল টাইমস’ বাংলাদেশের সরকারের ধরন এবং রাজনীতি নিয়ে একটি মতামত প্রকাশ করে। কয়েক বছর পর আবার মতামতটির কথা মনে পড়ল। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেশ ঘটা করে শিল্পোন্নত সাতটি গণতান্ত্রিক দেশের সংগঠন জি-৭ এবং ন্যাটোর সম্মেলনে গেছেন। সেখানে তাঁর প্রস্তাব করা একটি পরিকল্পনার সঙ্গে আমাদের দেশ ভালোভাবে জড়িত এবং ‘গ্লোবাল টাইমস’-এর সে মতামতও খুবই প্রাসঙ্গিক। সে প্রাসঙ্গিকতার আলোচনা করছি কলামের শেষের দিকে।