একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারবিরোধী একটি বৃহত্তর ঐক্যের চেষ্টা চালিয়েছিল বিএনপি। পুরোপুরি সফল না হলেও গণফোরাম, জেএসডি, কৃষক-শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্য নিয়ে নির্বাচনের মাত্র আড়াই মাস আগে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ গড়ে তুলতেও সক্ষম হয় দলটি। যদিও এজাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে দলটির ভুল বোঝাবুঝিও হয়। যার জেরে ২০ দলীয় জোট ত্যাগ করে জোটের দুই শরিক। ওই নির্বাচনে অপ্রত্যাশিত ফলাফলের পর বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট দুটিই কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে।