মগবাজারের বিস্ফোরণ আরেকবার জানিয়ে দিল, ঢাকা শহরে আমরা কতটা অনিরাপদ, কতটা ঝুঁকিপূর্ণ অবস্থান আছি। ঘরে, অফিসে, দোকানে, রাস্তায়, বাসে, ট্রেনে—কোথাও আমরা কেউ নিরাপদ নই। কখন কার জন্য মৃত্যু কোথায় ফাঁদ পেতে আছে- আমরা কেউ জানি না। আর এই মৃত্যুফাঁদ থেকে আমাদের বাঁচানোর কোনো কার্যকর উদ্যোগও চোখে পড়ে না।
মগবাজারের ঘটনায় সর্বশেষ ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন আরও বেশ কয়েকজন। আমরা জানি না, তাদের মধ্যে কজন বেঁচে উঠবেন আর কজন না ফেরার দেশে চলে যাবেন।